আড়ত থেকে আলু গায়েবঃ সরকার আলুর দাম নির্ধারণ করলেও বিক্রি হচ্ছে না। খুচরা বাজারে আলু গায়েব বললেই চলে। এজন্য সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে। আলু গায়েব হয়ে গেছে খুচরা বাজার থেকে।
রবিউল ইসলাম, বাজার তদারক কর্মকর্তা বলেন,
হাটবাজারে পর্যাপ্ত পরিমাণে আলুর সরবরাহ ছিল। কিন্তু আজ হঠাৎ করে আলু সরবরাহ কমে যায়। কেন এটা হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।
আলুর দাম নির্ধারণঃ গত বুধবার আলুর দাম নির্ধারণ করে দেয় সরকার। কেজি প্রতি খুচরায় ৩০। পাইকারিতে ২৫ । আর হিমাগারে ২৩ টাকা করে আলু বিক্রি । শনিবার কুষ্টিয়া পৌর বাজারে ম্যাজিস্ট্রেট বাজার তদারকি করেন। সরকার নির্ধারিত দামে আলু বিক্রির কড়া হুঁশিয়ারি দেন। আজ সকাল থেকে সেটা বাস্তবায়নের কথা। আজ সকাল নয়টায় খুচরা বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা হয়। প্রতিদিন এ বাজারে অন্তত ৩০ টন আলু কেনাবেচা হয়। সেখানে আজ মাত্র ৫ টন আলু রয়েছে। সেগুলো ৩৫ টাকা কেজি দরে বিক্রি হয়।
ম্যাজিস্ট্রেট হুশিয়ারিঃ আড়তে কোনো আলু পাওয়া যাচ্ছে না। হিমাগারেই ৩১ থেকে ৩২ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। তবে হিমাগারেও নেই আলু।
সরকার যদি বিএডিসি থেকে আলু সরবরাহ করলে ভালো হয়।
খুচরা বিক্রেতা ইনসান আলী বলেন, আলু বিক্রি বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। তবু জরিমানা দিতে রাজি না।
আরো পড়ুনঃ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে অনলাইনে
জানতে চাইলে বাজার তদারক কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, হাটবাজারে পর্যাপ্ত পরিমাণে আলুর সরবরাহ ছিল।