সিলেটে পুলিশি নির্যাতনে রায়হান নিহতের ঘটনায় সাময়িক বরখাস্ত বন্দর বাজার ফাঁড়ির কনস্টেবল হারুনুর রশিদকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার তাকে আদালতে তোলা হয়। জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন জানানো হয়। পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হয়।
শুক্রবার রাতে এসএমপি রিজার্ভ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে। হারুনুর রশিদসহ এ মামলায় এখন পর্যন্ত দুজনকে গ্রেফতার করে পিবিআই। এর আগে টিটু চন্দ্রকে গ্রেফতার করা হয়। রায়হান হত্যার ঘটনায় এসআই আকবর ও কনস্টেবল হারুনুর রশিদসহ চারজনকে প্রত্যাহার করে এসএমপি।
এর মধ্যে পালিয়ে যায় আকবর। বাকি ছয়জনকে কড়া নিরাপত্তায় এসএমপি পুলিশ লাইনে রাখা হয়। গত ১১ অক্টোবর সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে ধরে। টাকার জন্য অমানবিক নির্যাতন করা হয় নগরীর নেহারিপাড়া এলাকার বাসিন্দা রায়হানকে (৩৩)। ভোরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় রোববার দিবাগত রাতে সিলেট কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন। নিহত রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি।