ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে। জন্মসূত্রে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে হবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পদে আগ্রহীরা আবেদন করুন। বিস্তারিত সোনালী টাইমস প্র্রতিবেদনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ৭৯ জন জনবল নিয়োগ করা হবে। তাদের যোগ্যতা ও প্রয়োজনীয় তথ্যগুলো নিচে তুলে ধরা হলো:
পদ সংখ্যা: ৭৯ জন।
পদের সংখ্যা, বেতন, পদ সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা
১. ড্রাইভার (অবিবাহিত) ৯৭০০-২৩৪৯০/-, ৭৮জন ।
কমপক্ষে ৮ম শ্রেণী /জেএসি/ জেডেসি পাস (পাসের সালের প্রযোজ্যতা অনুযায়ী)। ভারী যানবাহন চালনায় বৈধ্য ড্রাইভিং লাইসেন্সধারী। উচ্চতা:- ৫ ফুট ৪ ইঞ্চি নূন্যতম ।
২. মাস্টার ড্রাইভার ,৯৭০০-২৩৪৯০/- জনবল ১জন। সংশিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে।
নির্ধারিত ফরমে কম্পিউটার কম্পোজ করে প্রার্থী তার স্বাক্ষরযুক্ত আবেদন পত্র দাখিল করবেন। আবেদন ফরম ও প্রবেশপত্রের নমুনা কপি ওয়েভসাইটে (www.fireservice.gov.bd) পাওয়া যাবে ।
আবেদনকারীর বয়স ০১ অক্টোবর ২০২০ তারিখে ১৮ হতে ৩০ বৎসরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা কোটায় বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য।
পূরণকৃত আবেদন ফরমের সাথে সম্পতি তোলা পাসপোর্ট সাইজের ৪ কপি রঙিন ছবি (১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) নির্দিষ্ট স্থানে সংযুক্ত করতে হবে।
পরীক্ষার ফি বাবদ প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- মহাপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্স অধিদপ্তর, ঢাকা।
এর অনুকূলে ১-৭৩৬১-০০০০-২০৩১ কোড নম্বরে ট্রেজারি চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে (ট্রেজারি শাখায়) জমা করে ট্রেজারি চালানের মূল কপি পোস্টাল অর্ডার, ব্যাংক ড্রাফট বা পেঅর্ডারের গ্রহণযোগ্য নয় ।
আরো পড়ুনঃ দাফনের ঠিক আগমুহূর্তে কেঁদে উঠল মরা শিশুটি
ড্রাইভার পদের প্রার্থীদের ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স এর স্পষ্ট সত্যায়িত ফটোকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
বিস্তারিত জানতে এখানে (ক্লিক) করুন।